গাজীপুরে নারীর খন্ডিত লাশ উদ্ধার
ঢাকা টাঙ্গাইল রেল রুটের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী (৩২) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টায় উপজেলার পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ বংশী পাড়া এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন এর রেল কর্মকর্তা সিরাজ উদ্দিন ও স্থানীয়রা জানান, রেল লাইনে এক অজ্ঞাত নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রেল পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, বিকালে রেললাইন থেকে খন্ডিত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন এখনো ওই নারীর পরিচয় জানা যায়নি।