চাকরির খোঁজে বের হয়ে ফিরলেন লাশ হয়ে
রোকসানা আক্তার (২৫) সকালে কারখানায় কাজের সন্ধানে বের হয়েছিলেন। কাজ না পেয়ে বাড়ি ফেরার পথে সড়কে পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসের চাপায় মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় মঙ্গলবার দুপুরে। নিহত রোকসানা আক্তার গাইবান্ধার সাদুল্যাপুর থানার ছোট ছত্রাগাছা গ্রামের ওসমান শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধার রোকসানা আক্তার কালিয়াকৈর এলাকায় বাসবাস করতেন। মঙ্গলবার সকালে কারখানায় চাকুরি খোঁজার জন্য বাসা থেকে বের হন। দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হিজলতলী এলাকার আলী হোসেনের বাড়িতে গিয়ে পানি পান করেন। পরে তিনি সড়ক অতিক্রম করার জন্য মহাসড়কের পাশে দাড়ালে মুত্তাক্বিন পরিবহনের একটি দ্রুতগামী বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় রোকসানা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ বাসটি জব্দ করেছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসের চালক পালিয়ে গেছে।