রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

বেড়ায় যমুনা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী

রিপোর্টারের নাম : / ১১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ জুন, ২০২৫

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টারঃ
পাবনার বেড়ায় যমুনা নদীতে স্নান করতে গিয়ে উৎসব কর্মকার (১৫) নামে এক দশম শ্রেণির স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।ঘটনা ঘটছে আজ রোববার দুপুর একটার দিকে উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা ঘাট সংলগ্ন যমুনা নদীতে। প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর একটার দিক নিখোঁজ যুবক তাঁর মা এবং আত্মীয়দের সাথে যমুনা নদীতে স্নান করতে এসে সাঁতার না জানায় পানির স্রোতে তলিয়ে যায়।বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা স্থলে এসে অনেক খোঁজাখুঁজি করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল( পাঁচটা ৫০ মিনিট) নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।জানা যায় ,নিখোঁজ শিক্ষার্থী মা-বাবার সঙ্গে ঢাকাতে বসবাস করত , ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে যমুনা নদীতে স্নান করতে গিয়ে সে নিখোঁজ হয়।নিখোঁজ স্কুল ছাত্র উপজেলার নতুন পেচাকোলা গ্রামের উত্তম কর্মকারের ছেলে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হামিদ সরকার বলেন , বিষয়টি আমি জানতে পেরে ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি আরও জানান , ঘটনাটি আমি জেনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এখনো খোঁজার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনা স্থলে পুলিশ অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর