বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

বেলকুচিতে বড়ধূল ইউপি পরিষদের সেবা পেতে পাড়ি দিতে হয় দীর্ঘ সাত কিলোমিটার নানা ভোগান্তিতে জনগণ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

নানা অনিয়ম আর দূর্নীতির আখড়া সিরাজগঞ্জের বেলকুচির ৬নং বড়ধূল ইউনিয়ন পরিষদ। সরকারী নানা বরাদ্দ পেতে জনগণকে গুণতে হয় নগদ টাকা। আর চাহিদামত টাকা দিতে না পারলে মেলেনা কিছুই। একই সাথে জন্ম-মৃত্যু সনদ সহ যে কোন কাগজ তুলতেই সরকারী ফির বেশী টাকা দিতে হয় অভিযোগ স্থানীয়দের।

আর সবশেষ অভিযোগ উঠেছে, সিরাজগঞ্জের বেলকুচির ৬নং বড়ধূল ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অথচ ইউপি সচিব বলছেন, তিনি এসবের কিছুই জানেন না।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরাঞ্চল বেষ্টিত এলাকা নিয়ে কৃষি প্রধান এলাকা বড়ধুল ইউনিয়নে খেটে খাওয়া সহজ সরল সাধারণ মানুষের বাস। কৃষি প্রধান এলাকা হবার কারনে এই অঞ্চলের মানুষ সহজ সরল। তাদের এই সরলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধূ লোকজন সরকারী সহায়তা পাইয়ে দেবার কথা বলে বাড়তি টাকা দাবী করছে বলে অভিযোগ স্থানীয়দের। আবার জন্ম-মুত্যু সনদ তুলতেও গুণতে হয় বাড়তি টাকা। স্থানীয় বাসিন্দা ইউনুছ আলী, আবু তালেব, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল কায়ম মন্ডল, আলমাছ মোল্লা, ফারুক সরকার জানান, ইউনিয়ন পরিষদের সরকারি সেবা সহ তাদের সন্তানদের স্কুলে ভর্তির জন্য জন্মসনদ তুলতে ইউনিয়ন পরিষদে গেলে, তাদেরকে জানানো হয় বাড়ির ট্যাক্স পরিশোধ না করলে জন্মসনদ মিলবেনা। একই সাথে জন্মসনদ তুলতেও সরকারী ফির বাইরে গুণতে হয়েছে বাড়তি টাকা। আর জন্মসনদ মিলেছে দীর্ঘ সময় পর। স্থানীয়দের আরো অভিযোগ পূর্বে ট্যাক্সের পরিমান কম থাকলেও গত অর্থবছর থেকে ট্যাক্স বেড়েছে কয়েকগুণ।

এদিকে ইউনিয়নটি পরিষদ চরাঞ্চল এলাকায় হওয়ায় ইউনিয়ন পরিষদের কোন কর্মকর্তাই ইউনিয়ন পরিষদে অফিস করেন না। ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালান বেলকুচি পৌরসভা এলাকার মুকুন্দগাতী বাসস্ট্যান্ডের পাশে ভাড়া বাসায়। এমন কি বড়ধুল ইউনিয়ন পরিষদের ভেতরে আসবাবপত্র রোদ বৃষ্টিতে ভিজে নষ্ট হতেও দেখা যায়। বড়ধুল ইউনিয়ন পরিষদ থেকে যার দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এলাকাটি চরাঞ্চল হওয়ায় চলাচলের জন্য কোন যানবাহন না থাকায় দীর্ঘ এই মেঠো পথ পায়ে হেঁটে অতিক্রম করে সেবা নিতে হয় ইউনিয়ন পরিষদের জনসাধারণকে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সচিবের কাছে জানতে চাওয়া হলে বড়ধুল ইউপির সচিব কাউছার আহম্মেদ মুঠো ফোনে প্রতিবেদককে জানান, সরকারী ফির বাইরে কোন অনৈতিক সুবিধা নেয়ার কোন সুযোগ নেই। গত বেশ কিছুদিন ধরে সচিব থাকার কারনে নানা অনিয়ম করলেও এবারই সচিবের অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করেছে স্থানীয় মানুষ। আর স্থানীয় মানুষেরা জানান, অনিয়মের পুরো প্রক্রিয়ার সঙ্গে কিছু অসাধূ ইউপি সদস্যরাও যুক্ত। তাই সরকারী সহায়তা ও সেবা পেতে এবং ভোগান্তি থেকে মুক্তির দাবী জানিয়েছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর