ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯শে জানুয়ারী)সন্ধায় থানা ও পৌর বিএনপির আয়োজনে মেইন বাজার প্রিজন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র সদস্য আবু বকর বিশ্বাস।
সভায় প্রধান বক্তা ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস. কে. এম. সালাহ্উদ্দিন বুলবুল সিডল
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকরামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপি নেতা মমিন মনোয়ার প্রমূখ
এসময় উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।