সলঙ্গার আঙ্গারু মেলায় জুয়া খেলা অবস্থায় ৩ জন গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গায় আঙ্গারু মেলায় জুয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। গতকাল (১৪ মে) বিকেল ৪.৩০ ঘটিকার সময় সলঙ্গা থানার আঙ্গারু গ্রামে মেলা চলা অবস্থায় সলঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী,সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতুয়া গ্রামের মৃত জব্বার সরকারের ছেলে শাহাদৎ(৩৪),ভয়নগর গ্রামের আব্দুল রহমানের ছেলে আনোয়ার হোসেন ওরফে আব্দুল্লাহ(৪০),সলঙ্গা থানার বাদেকুশা গ্রামের আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন(২৬) কে গ্রেফতার করা হয় ।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান-আটককৃতরা সবাই মিলে আঙ্গারু মেলায় জুয়া খেলতে ছিল। এসময় তিন জনকে আটক করা হয়।এবং মামুন নামে ১ ব্যক্তি পালিয়ে যায়। তিনি আরোও বলেন,সলঙ্গা থানা এলাকায় অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।