সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করেছে তাড়াশ উপজেলা।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জ আয়োজনে-
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৪ টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্টের আহবায়ক গণপতি রায়,জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট ক্রীড়াবিদ, বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা প্রমুখ ।
উক্ত খেলাটি উপভোগ করে হাজার হাজার দর্শক এ খেলায় তাড়াশ উপজেলা ৩-২ গোলে কামারখন্দ উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
খেলাটি পরিচালনা করেন, এস. এম জাহিদুজ্জামান কাকন, ফিরোজ ইসলাম, আবু হানিফ ও মোখলেসুর রহমান।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন তাড়াশ উপজেলার টুটুল। তিনি দলের পক্ষে দুইটি গোল করেন।
এ খেলার ধারাবিবরণী করেন প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও মোঃ খোরশেদ রায়হান।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলার মাধ্যমে এই টুর্নামেন্টে শুরু হয়। টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা দল অংশগ্রহণ করছে।
জানা যায় যে, উল্লাপাড়া ও কাজিপুর উপজেলার খেলার মধ্য দিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে।