শিরোনামঃ
মেয়ের শশুর বাড়ি থেকে বাসায় ফেরা হলোনা নুরজাহান বেগমের
মেয়ের শশুর বাড়ি থেকে বাসায় ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীর।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি আমবাগ তেতুঁলতলা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম নগরীর আমবাগ বাংলালিংক টাওয়ার এলাকার মৃত শেখ আকসুদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,নিহত ওই বৃদ্ধা আমবাগ পশ্চিমপাড়া এলাকায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় তেতুঁলতলার মোড় এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হন।
এতে তার পুরো শরীরে থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতারা দৌড়ে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সপর্দ করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কামরুজ্জামান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর