শিরোনামঃ
আজমেরী পরিবহনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার
গাজীপুরের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আমেনা খাতুন নামে (৮০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী সুকৌশলে পালিয়ে যায়।
নিহত বৃদ্ধা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আন্ধার পাড়া গ্রামের মৃত মন্সুর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার বিকেলে বৃদ্ধা আমেনা খাতুন কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় চন্দ্রা থেকে ঢাকাগামী আজমেরী গ্লোরী পরিবহন পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে বৃদ্ধা রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান,এ ঘটনায় বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর