শিরোনামঃ
কালীগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে যুবক নিহত
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে শাকিল আহমেদ নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত সাকিল আহমেদ (৩০) কাপাসিয়া উপজেলার একডালা এলাকার আবির মিয়ার ছেলে। সে মেটলাইফ ইন্সুরেন্স নামক একটি বিমা কোম্পানিতে চাকরি করতো।
আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, বিকেলে সে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে জয়দেবপুর আসে। সন্ধ্যায় জয়দেবপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা চড়ে বাড়ির উদ্দেশ্যে জয়দেবপুর-ইটাখোলা সড়ক দিয়ে দুবুরিয়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে মহিষ বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই আমির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর