বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড! গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা

গাজীপুরে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে গাজীপুর থেকে পিবি আই,সি আইডি ক্রাইম সিন,র‍্যাব এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২ টার সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের কেয়ারটেকারসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টার সময় দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
নিহতরা হলেন,সাতক্ষীরা জেলার দেবহাটা থানার
চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম এর ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিম এর বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতো।
আটককৃতরা হলেন, মাহবুব, শান্ত,  জাহিদ ও ওই বাসার কেয়ারটেকার বকুল।
পুলিশ ও স্থানীয়রা জানান,তারা উভয়ে স্থানীয় রেজাউল করিম এর বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতো। মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে জানতে চান কেন রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসেনি? পরে রাত ১০ টার সময় কেয়ারটেকার বকুল বাসায় গিয়ে দেখে তাদের গলাকাটা মরদেহ ওই কক্ষের মেঝতে পরে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানাযায় ওইভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত রাজু ক্যাডেট একাডেমি নামে একটি স্কুল ছিলো। চতুর্থ তলায় ওই দুই যুবক ব্যাচলর ভাড়া থাকতেন।
রাজু ক্যাডেট একাডেমি স্কুল এর পরিচালক মোঃ সানোয়ার হোসেন বলেন,মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫ টার সময় ওই ভবনের কেয়ারটেকার বকুল ফোন করে আমার কাছ থেকে চাবি নেয়। পরবর্তী চাবি চাইলে পাশের দোকানে চাবি রাখা আছে বলে জানায়। পরে বকুল রাত ১০ টার সময় ফোন করে বলে স্কুলে আসেন। স্কুলে এসে দেখি প্রশাসনের লোক এবং ফ্লোরের ওই দুই যুবকের মরদেহ পরে আছে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর