সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী শ্রমিকের 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ট্রাক চাপায় শিরীনা আক্তার (২৭) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পোশাক শ্রমিক। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।ভোগান্তিতে পড়েন পথচারীসহ যানবাহনের যাত্রীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিশ্বাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিরীনা আক্তার স্টারলিং ডিজাইন্স লিমিটেড কারাখানার তৃতীয় তলায় ফোল্ডিং ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবারের বিরতির সময় শ্রমিকরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই শিরনা আক্তার না‌মে এক শ্রমিক মারা যান। এ ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  ফলে মহাসড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস‌্য, পু‌লিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় শ্রমিকরা ফ্লাইওভার এর দাবী জানান।
স্টারলিং ডিজাইন্স লিমিটেড কারাখানার অডিট
ম্যানেজার রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আমাদের অফিসের শিরীনা নামে একজন নারী শ্রমিক নিজত হয়েছেন। এঘটনায়  ঠিক কতজন আহত হয়েছেন এই মূহুর্তে বলতে পারছিনা।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার
আহম্মদ বলেন,দূর্ঘটনায় একজন নারী শ্রমিক নিহতের খবর পেয়েছি। এছাড়াও কয়েকজন শ্রমিক আহতদ হয়েছেন বলে শুনেছি। এসময় নিহত ও আহত পরিবারকে কোম্পানির পক্ষ থেকে ক্ষতিপূরণ এর ব্যবস্থা করা হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করেন তিনি। এছাড়াও খুব দ্রুত সময়ের মধ্যে দূর্ঘটনাস্থল এলাকয় একটি ফুটওভার ব্রিজ করা হবে জানান তিনি।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, শ্রমিকরা বিক্ষোভের কারণে সড়ক অবরোধ করেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর