কোনাবাড়ীতে প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা
গাজীপুরের কোনাবাড়ীতে প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক জোবায়ের হোসেন (২২)। শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় আফসার উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জোবায়ের হোসেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার জিদুরী গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করতো। তার বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো।
পরিবার সূত্রে জানাযায় জোবায়ের হোসেন চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি কলেজে পড়াশোনার সময় অনন্যা নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। প্রেমিকা অনন্যার শুক্রবার (১৫ আগস্ট) অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। এই অভিযান থেকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।
নিহতের বাবা মোতালেব হোসেন বলেন,লাঞ্চের সময় বাসায় আসিয়া তাহার রুমে ডাকাডাকি করিলে রুমের ভিতর হতে কোন সারা শব্দ না পেয়ে কোনাবাড়ী থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে দরজা খুললে দেখি আমার ছেলে সিলিং ফ্যানের সংগে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই তাইম বলেন,খবর পেয়ে লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।







