শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

রিপোর্টারের নাম : / ২৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে মীম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে মহানগরীর কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মীম জামালপুর জেলার মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামের লাভলু মিয়ার মেয়ে। ওই গৃহবধূ কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া এলাকায় স্বামী ইমরান মিয়ার সাথে ভাড়াবাসায় বসবাস করতো।
স্থানীয় সূত্রে জানাযায় সোমবার নিজ ঘরে আড়ার সঙ্গে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয় প্রতিবেশিরা। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে গৃহবধূ মীম।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন,খবর ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর